Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার


ক্রমিকনং

প্রদেয় সেবার বিবরণ

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র / নির্ধারিত প্রক্রিয়া


সেবার নির্ধারিত মূল্য

সেবা প্রদানের জন্য নির্ধারিত সময়সীমা

সংশ্লিষ্ট শাখার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সেবা প্রদানকারী কর্মকর্তা

১.


নামজারী / জমা-খারিজ/ জমা একত্রিকরন

(ই-মিউটেশন)

১. সর্বশেষ মালিকের নামীয় খতিয়ানের সার্র্টিফাইড কপি

২. মূল দলিলের সার্টিফাইড কপি

৩. বন্টননামা / বাটোয়ারা দলিল ( প্রযোজ্য ক্ষেত্রে)

৪. ভায়া/পিট দলিলের সার্টিফাইড কপি

৫. আদালতের রায়/ ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফাইড কপি

৬. চলতি বাংলা সনের ধার্য্ কৃত ভূমি উন্নয়ন কর প্রদানের রশিদ বা দাখিলা

৭. মূল ওয়ারিশ সনদ

৮. জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন / পাসপোর্ট-এর সত্যায়িত কপি


১১৭০/- ( এক হাজার এক শত সত্তর টাকা)






২৮

(আটাশ)

দিন





নামজারি শাখা





মিউটেশন সহকারী / সংশ্লিষ্ট সহকারী







সহকারী কমিশনার (ভূমি)

কোর্ট ফি

২০/-

নোটিশ জারি ফি

৫০/-

খতিয়ান প্রস্তুত

১১০০/-

বি.দ্র: সকল ফি শুধুমাত্র অনলাইনে পরিশোধ যোগ্য

২.

কৃষি খাস জমি বন্দোবস্ত

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশ্লিó উপজেলা কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা বন্দোবস্ত কমিটি অনুমোদনের ব্যবস্থা নিবেন।


কোন ফি লাগবে না


সম্ভাব্য স্বíতম সময়ে


খাস জমি ও জরিপ শাখা


সংশ্লিষ্ট সার্ভেয়ার / কানুন গো


সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার

৩.

অকৃষি খাস জমি বন্দোবস্ত

২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১৯৯৫ সালের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা শর্তাদি পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে।

সরকার কর্তৃক নির্ধারিত (জমির) মূল্য পরিশোধ করতে হবে।


সম্ভাব্য স্বíতম সময়ে


খাস জমি ও জরিপ শাখা


সংশ্লিষ্ট সার্ভেয়ার / কানুন গো

সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার

৪.

হাট-বাজারের চান্দিনা ভিটির এক সনা লাইসেন্স নবায়ন

২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ ফরমে আবেদন করতে হবে।

সরকার কর্তৃক নির্ধারিত (জমির) মূল্য পরিশোধ করতে হবে।


সম্ভাব্য স্বíতম সময়ে


সায়রাত ও নেজারত শাখা


সায়রাত সহকারী / সংশ্লিষ্ট সহকারী


সহকারী কমিশনার (ভূমি)

৫.


জল মহাল ইজারা

প্রতি বাংলা নববর্ষের পূর্বে জলমহাল ইজারার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে।

ইজারা মূল্য সহ অতিরিক্ত ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে হবে।


সরকার কতৃক নির্ধারিত সময়ে


সায়রাত ও নেজারত শাখা


সায়রাত সহকারী / সংশ্লিষ্ট সহকারী


সহকারী কমিশনার (ভূমি)

৬.

আশ্রয়ণ / আবাসন ও আদর্শ গ্রাম / গুচ্ছগ্রাম প্রকল্পে ভূমিহীনদের পুনবার্সন

বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্ব সনদ ও বিজ্ঞপ্তির নির্দেশ মতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমাদিতে হবে।


কোনো ফি লাগবে না


সম্ভাব্য স্বíতম সময়ে


খাস জমি ও জরিপ শাখা


সংশ্লিষ্ট সার্ভেয়ার / কানুন গো

সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার

৭.

অর্পিত সম্পত্তির লিজ প্রদান / নবায়ন

২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

শ্রেণি ভিত্তিক সরকার কতৃক নির্ধারিত হারে নবায়ন ফি পরিশোধ করতে হবে


১৫ দিন হতে ০১ মাস


সাধারণ শাখা



সংশ্লিষ্ট সহকারী

সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার

৮.

সার্টিফিকেট মামলার কাh©ক্রম

নোটিশের দাবিকৃত বকেয়া অর্থ (সুদসহ) পরিশোধ করলে সার্টিফিকেট মামলা হতে অব্যাহতি পাওয়া যাবে।


নোটিশে উল্লিখিত  অর্থ (সুদসহ বকেয়া)

০১ মাস হতে ০৩ মাস বা কেস ভেদে প্রয়োজনীয় সময়

সার্টিফিকেট শাখা

সার্টিফিকেট পেশকার

সহকারী কমিশনার (ভূমি)

৯.

মিস কেসের মাধ্যমে বিবিধ বিষয়ে প্রতিকার প্রদান

২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ কী প্রতিকার চান, তা স্পষ্ট ভাবে উল্লেখ পূর্বক আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আরও যা লাগবে;

(ক) আদালতের রায় / ডিক্রির মাধ্যমে / রেকর্ড সংশোধন চাইলে উক্ত রায়ের সার্টিফাইড কপি

(খ) অন্যান্য ক্ষেত্রে আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র

(ক) রেকর্ড সংশোধন ফি বাবদ ১১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ ) টাকা

(খ) অন্যান্য ক্ষেত্রে কোনো ফি লাগবে না


০১ মাস হতে ০৩ মাস বা কেস ভেদে প্রয়োজনীয় সময়




সাধারণ শাখা




সংশ্লিষ্ট সহকারী




সহকারী কমিশনার (ভূমি)


                   


*উত্তম সেবা পেতে আবেদনের পূর্ণনাম-ঠিকানা সহ মোবাইল / টেলিফোন নম্বর উল্লেখ করুন।                                                  

* ভূমি সেবা বিষয়ে পরামর্শের জন্য হেল্প ডেস্ক ( Help Desk) এ যোগাযোগ করুন। 

*ঘরে বসেই (www.land.gov.bd) ওয়েবসাইটে নামজারী আবেদন করুন।                                                                     


 সহকারী কমিশনার (ভূমি)

ইসলামপুর, জামালপুর

    মোবাইল: ০১৭09-97026৭