ক্রমিকনং |
প্রদেয় সেবার বিবরণ |
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র / নির্ধারিত প্রক্রিয়া
|
সেবার নির্ধারিত মূল্য |
সেবা প্রদানের জন্য নির্ধারিত সময়সীমা |
সংশ্লিষ্ট শাখার নাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সেবা প্রদানকারী কর্মকর্তা |
|
১. |
নামজারী / জমা-খারিজ/ জমা একত্রিকরন (ই-মিউটেশন) |
১. সর্বশেষ মালিকের নামীয় খতিয়ানের সার্র্টিফাইড কপি ২. মূল দলিলের সার্টিফাইড কপি ৩. বন্টননামা / বাটোয়ারা দলিল ( প্রযোজ্য ক্ষেত্রে) ৪. ভায়া/পিট দলিলের সার্টিফাইড কপি ৫. আদালতের রায়/ ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফাইড কপি ৬. চলতি বাংলা সনের ধার্য্ কৃত ভূমি উন্নয়ন কর প্রদানের রশিদ বা দাখিলা ৭. মূল ওয়ারিশ সনদ ৮. জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন / পাসপোর্ট-এর সত্যায়িত কপি
|
১১৭০/- ( এক হাজার এক শত সত্তর টাকা)
|
২৮ (আটাশ) দিন |
নামজারি শাখা |
মিউটেশন সহকারী / সংশ্লিষ্ট সহকারী
|
সহকারী কমিশনার (ভূমি) |
|
কোর্ট ফি |
২০/- |
|||||||
নোটিশ জারি ফি |
৫০/- |
|||||||
খতিয়ান প্রস্তুত |
১১০০/- |
|||||||
বি.দ্র: সকল ফি শুধুমাত্র অনলাইনে পরিশোধ যোগ্য |
||||||||
২. |
কৃষি খাস জমি বন্দোবস্ত |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশ্লিó উপজেলা কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা বন্দোবস্ত কমিটি অনুমোদনের ব্যবস্থা নিবেন। |
কোন ফি লাগবে না |
সম্ভাব্য স্বíতম সময়ে |
খাস জমি ও জরিপ শাখা |
সংশ্লিষ্ট সার্ভেয়ার / কানুন গো |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
|
৩. |
অকৃষি খাস জমি বন্দোবস্ত |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১৯৯৫ সালের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা শর্তাদি পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত (জমির) মূল্য পরিশোধ করতে হবে। |
সম্ভাব্য স্বíতম সময়ে |
খাস জমি ও জরিপ শাখা |
সংশ্লিষ্ট সার্ভেয়ার / কানুন গো |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
|
৪. |
হাট-বাজারের চান্দিনা ভিটির এক সনা লাইসেন্স নবায়ন |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ ফরমে আবেদন করতে হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত (জমির) মূল্য পরিশোধ করতে হবে। |
সম্ভাব্য স্বíতম সময়ে |
সায়রাত ও নেজারত শাখা |
সায়রাত সহকারী / সংশ্লিষ্ট সহকারী |
সহকারী কমিশনার (ভূমি) |
|
৫. |
জল মহাল ইজারা |
প্রতি বাংলা নববর্ষের পূর্বে জলমহাল ইজারার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে। |
ইজারা মূল্য সহ অতিরিক্ত ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে হবে। |
সরকার কতৃক নির্ধারিত সময়ে |
সায়রাত ও নেজারত শাখা |
সায়রাত সহকারী / সংশ্লিষ্ট সহকারী |
সহকারী কমিশনার (ভূমি) |
|
৬. |
আশ্রয়ণ / আবাসন ও আদর্শ গ্রাম / গুচ্ছগ্রাম প্রকল্পে ভূমিহীনদের পুনবার্সন |
বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্ব সনদ ও বিজ্ঞপ্তির নির্দেশ মতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমাদিতে হবে। |
কোনো ফি লাগবে না |
সম্ভাব্য স্বíতম সময়ে |
খাস জমি ও জরিপ শাখা |
সংশ্লিষ্ট সার্ভেয়ার / কানুন গো |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
|
৭. |
অর্পিত সম্পত্তির লিজ প্রদান / নবায়ন |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
শ্রেণি ভিত্তিক সরকার কতৃক নির্ধারিত হারে নবায়ন ফি পরিশোধ করতে হবে |
১৫ দিন হতে ০১ মাস |
সাধারণ শাখা |
সংশ্লিষ্ট সহকারী |
সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার |
|
৮. |
সার্টিফিকেট মামলার কাh©ক্রম |
নোটিশের দাবিকৃত বকেয়া অর্থ (সুদসহ) পরিশোধ করলে সার্টিফিকেট মামলা হতে অব্যাহতি পাওয়া যাবে। |
নোটিশে উল্লিখিত অর্থ (সুদসহ বকেয়া) |
০১ মাস হতে ০৩ মাস বা কেস ভেদে প্রয়োজনীয় সময় |
সার্টিফিকেট শাখা |
সার্টিফিকেট পেশকার |
সহকারী কমিশনার (ভূমি) |
|
৯. |
মিস কেসের মাধ্যমে বিবিধ বিষয়ে প্রতিকার প্রদান |
২০/- (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ কী প্রতিকার চান, তা স্পষ্ট ভাবে উল্লেখ পূর্বক আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আরও যা লাগবে; (ক) আদালতের রায় / ডিক্রির মাধ্যমে / রেকর্ড সংশোধন চাইলে উক্ত রায়ের সার্টিফাইড কপি (খ) অন্যান্য ক্ষেত্রে আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র |
(ক) রেকর্ড সংশোধন ফি বাবদ ১১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ ) টাকা (খ) অন্যান্য ক্ষেত্রে কোনো ফি লাগবে না |
০১ মাস হতে ০৩ মাস বা কেস ভেদে প্রয়োজনীয় সময় |
সাধারণ শাখা |
সংশ্লিষ্ট সহকারী |
সহকারী কমিশনার (ভূমি)
|
*উত্তম সেবা পেতে আবেদনের পূর্ণনাম-ঠিকানা সহ মোবাইল / টেলিফোন নম্বর উল্লেখ করুন। * ভূমি সেবা বিষয়ে পরামর্শের জন্য হেল্প ডেস্ক ( Help Desk) এ যোগাযোগ করুন। *ঘরে বসেই (www.land.gov.bd) ওয়েবসাইটে নামজারী আবেদন করুন।
|
সহকারী কমিশনার (ভূমি) ইসলামপুর, জামালপুর মোবাইল: ০১৭09-97026৭ |